BRAKING NEWS

Group D Scam : চাকরি যাওয়া গ্রুপ ডি কর্মীদের ৩ মার্চ সুপ্রিম কোর্টে ভাগ্য নির্ধারণ

এসএসসি-র চাকরি দুর্নীতি কান্ডে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি হারিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া গ্রুপ ডি কর্মীদের ভাগ্য নির্ধারণ হবে আগামী ৩ রা মার্চ। ঐ দিন তাঁদের স্পেশাল লিভ পিটিশনের শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট।

প্রসঙ্গত উল্লেখ্য, এসএসসি গ্রুপ ডি নিয়োগে ওএমআর শিট কারচুপির কারণে ১৯১১ জন গ্রুপ ডি কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মতো নির্দিষ্ট ক্ষমতা প্রয়োগ করে অভিযুক্তদের সুপারিশ পত্র প্রত্যাহার করে এসএসসি। বরখাস্ত হওয়া কর্মীদের ৫ বছরের উপার্জিত মাইনের অর্থও ফেরতের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় চাকরি হারানো কর্মীরা। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বেতন ফেরতের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিলেও চাকরি যাওয়া নিয়ে কোনো নির্দেশ দেওয়া হয়নি। তারই মধ্যে চাকরি যাওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরি হারানো ১৯১১ জন গ্রুপ ডি কর্মী।

SSC : 'বাল্মিকী থেকে রত্নাকর হবেন না'! এসএসসিকে 'দস্যু থেকে সাধু' হতে বললেন বিচারপতি বসু

এবার শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতির এজলাসে বিষয়টি উত্থাপনের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মামলাটির শুনানির দিন ধার্য করেছেন। আগামী ৩ রা মার্চ মামলাটির শুনানি হবে সুপ্রিম কোর্টে।