সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা রাজ্য সরকারের, প্রয়াত সাধন পাণ্ডের প্রতি সম্মান প্রদর্শন

সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা রাজ্য সরকারের, প্রয়াত সাধন পাণ্ডের প্রতি সম্মান প্রদর্শন

রবিবার মুম্বইয়ে কোকিলাবেন হাসপাতালে রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক সাধন পাণ্ডে প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ফুসফুস ও কিডনি জনিত সমস্যায় চিকিৎসাধীন ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজনৈতিক ব্যক্তিত্বরা তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন। এবার সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।

আরও পড়ুন:  Egra: “যদি ক্ষমতা থাকে ঝাড়গ্রাম বিধানসভায় ঢুকে দেখান”, শুভেন্দুকে ‘চ্যালেঞ্জ’ বীরবাহার

রবিবার অর্থ দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার দুপুর ২টোর পর রাজ্যের সমস্ত সরকারি অফিস, শিক্ষাক্ষেত্র, পুরসভাপঞ্চায়েত এবং সরকারি অধীনস্থ সংস্থাগুলিতে ছুটি হবে। ১৯৮৫ সাল থেকে বিধানসভার সদস্য ছিলেন সাধন পান্ডে। ২০২১ সালেও মানিকতলা বিধানসভা থেকে জয়ী হয়েছিলেন।

আরও পড়ুন:  মমতার আমলে তৃণমূলের অত্যাচার নিয়ে বই প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী

রবিবার মধ্যরাতে তাঁর দেহ কলকাতায় আসার কথা। রাতে তা কলকাতা পুরসভার মর্গ ‘পিস ওয়ার্ল্ডে’ থাকবে। সোমবার দুপুরে নিমতলায় তাঁর শেষকৃত্য হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ