BRAKING NEWS

হকার বন্ধ হবে লোকাল ট্রেনে, আন্দোলনের প্রস্তুতি তৃণমূলের

 

লোকাল ট্রেনে বন্ধ হতে চলেছে হকার পরিষেবা৷ জানা গিয়েছে, সম্প্রতি নয়ডার একটি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আইআরসিটিসি। ফলে ট্রেনের ভেন্ডারের মাধ্যমে যাত্রীদের কাছে বিক্রি হবে বিভিন্ন সামগ্রী।

রাজ্যের শিয়ালদা ও হাওড়া লাইনের ট্রেনগুলিতে হকারের উপস্থিতি চোখে পড়ার মতো। ছোলা, বাদাম, ডালমুট, মশলামুড়ি থেকে লেবু, আপেল, আঙুর, পেয়ারা, কলা হয়ে রুমাল, চিরুনি, ব্রাশ সব কিছুই মেলে ট্রেনে ওঠা হরেকরকম জিনিস বিক্রয় করতে আসা বিভিন্ন হকারদের কাছে। লাখ লাখ মানুষের জীবিকা নির্বাহের মাধ্যম এই হকারি। কিন্তু এই হকারি বন্ধ করার চিন্তাভাবনা করেছে রেল। ট্রেনে জিনিস বিক্রয়ের দায়িত্ব দেওয়া হবে ভেন্ডর সংস্থাকে।

অন্যদিকে এই খবর প্রকাশ্যে আসার পরেই আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস৷ প্রশ্ন উঠেছে লক্ষাধিক হকারের জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে যাওয়ার। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের রাজ‌্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ‌্যায় জানিয়েছেন, কর্পোরেটাইজেশনের জেরে গরিব হকাররা বেকার হয়ে পড়বেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামবে রাজ্যের শাসক দল।

Leave a Reply