BRAKING NEWS

Heat Wave in West Bengal : চৈত্রেই গ্রীষ্মের দাবদাহ, রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা

চৈত্রের চাঁদি ফাটা রোদ, সঙ্গে অরায় গ্রীষ্মকালীন দাবদাহ, নেই বৃষ্টির সম্ভাবনা৷ ফলে আগামী কয়েকদিনে রাজ্যে বৃদ্ধি পেতে চলেছে তাপমাত্রা। তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধির কারণে রাজ্যের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৯ এপ্রিল পর্যন্ত ক্রমশ বৃদ্ধি পাবে রাজ্যের তাপমাত্রা। আগামী ১০ এপ্রিল তারিখ থেকে ১৪/১৫ এপ্রিল পর্যন্ত তাপমাত্রার স্বাভাবিক তুলনায় অধিক বৃদ্ধির কারণে তৈরি হতে পারে তাপপ্রবাহের সম্ভাবনা৷ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা ছাড়াও উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে আগামী সপ্তাহে তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হতে পারে। এই সময়কালে বৃষ্টিরও বিশেষ সম্ভাবনা নেই।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শনিবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে, সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। ১১ এপ্রিল থেকে সর্বোচ্চ তাপমাত্রা অতিক্রম করতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গন্ডি। শুরু হতে পারে তাপপ্রবাহ।

 

Leave a Reply