BRAKING NEWS

Heat Wave : পুরুলিয়া বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গে ফের তাপপ্রবাহের ইঙ্গিত

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তা গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। তার আগে রাজ্যে ফের তাপপ্রবাহ(Heat Wave) পরিস্থিতি। ইতিমধ্যে সতর্কতা জারি করেছে মৌসম ভবন। মঙ্গলবার থেকে পুরুলিয়া বাঁকুড়া সহ জঙ্গলমহল ও দক্ষিণবঙ্গে পুনরায় পার হতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। বইতে পারে তাপপ্রবাহ(Heat Wave)।

মৌসম ভবনের তরফে জারি করা পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত মঙ্গলবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর তা ঘূর্ণিঝড় মোকায় পরিণত হবে। কিন্তু তার আগে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বইতে পারে তাপপ্রবাহ।

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে স্থলভাগ থেকে জলীয় বাষ্প সরে যাচ্ছে। অন্যদিকে উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে শুষ্ক বাতাস। ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। তীব্র গরম অনুভূত হবে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাগুলিতে।

Leave a Reply