BRAKING NEWS

Higher Secondary Result 2023 : উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা কবে? জানালেন শিক্ষামন্ত্রী

উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Result 2023)  ফলাফল ঘোষণা কবে হবে তা জানিয়ে টুইট করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন, আগামী ২৪ মে বেলা ১২টায় সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিকের (Higher Secondary 2023) ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষিত হতে চলেছে আগামী ১৯ মে। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিনও জানানো হল। টুইট করে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, উচ্চ মাধ্যমিক ২০২৩ এর ফলাফল আগামী ২৪ শে মে, বুধবার পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বেলা ১২ টায় সাংবাদিক বৈঠকে ঘোষণা করা হবে। বেলা ১২:৩০ মিনিট থেকে বিভিন্ন ওয়েব পোর্টালে ছাত্রছাত্রীরা ফলাফল দেখতে পাবে। সেই সঙ্গে আরও জানানো হয়েছে, সংসদের তরফে ৩১ শে মে মার্কশিট ও সার্টিফিকেট বিতরণ কিরা হবে।


গত ১২ মে সিবিএসই বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির ফলাফল ঘোষিত হয়েছে। রবিবার ১৪ মে প্রকাশিত হয়েছে আইসিএসই বোর্ডের দশম এবং আইএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। এবার ঘোষিত হতে চলেছে রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল।

Leave a Reply