কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগের মেধা তালিকায় ‘হট গার্ল’! এখন প্রশ্ন, তিনি কি আসছেন চাকরি করতে? ঘটনাটি ঘটেছে, পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগে মেধাতালিকার ক্ষেত্রে।
পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বের হয় ফেব্রুয়ারি মাসে। আবেদনকারীদের মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি হয়েছে মেধাতালিকা। এবার শুরু হচ্ছে নথি যাচাই, যা সম্পূর্ণ হলেই চাকরি। সেই চাকরি মেধাতালিকা প্রকাশ পেতেই চাঞ্চল্য। ১০০ শতাংশ নম্বর পেয়ে মেধাতালিকার ১,৫৩৯ নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন মুর্শিদাবাদের রানিনগর এলাকার বাসিন্দা ‘হট গার্ল’।
যদিও পোস্টঅফিস সূত্রের বক্তব্য, আবেদনের সময় দেওয়া তথ্য অনু্যায়ী মেধাতালিকা প্রস্তুত হয়। আবেদনের সময় নথি যাচাইয়ের ব্যবস্থা নেই। ফলে অনেক ভুয়ো প্রার্থীই ভুল তথ্য দিয়ে আবেদন করে মেধাতালিকায় চলে আসেন। কিন্তু এরপরে নথি যাচাইয়ের সময় স্বাভাবিক ভাবেই তাঁরা বাদ পড়ে যান এবং যোগ্যরাই চাকরিতে বহাল হন।