দিল্লির পোষা কুকুর হয়ে থাকব না, রয়্যাল বেঙ্গল হয়ে মাথা উঁচু করে মরা ভাল- নিজাম প্যালেস থেকে বেরিয়ে হুংকার অভিষেকের

দিল্লির পোষা কুকুর হয়ে থাকব না, রয়্যাল বেঙ্গল হয়ে মাথা উঁচু করে মরা ভাল- নিজাম প্যালেস থেকে বেরিয়ে হুংকার অভিষেকের

সকাল ১১ টা থেকে ম্যারাথন জেরার পর রাত ৮ টা ৩৮ মিনিট নাগাদ নিজাম প্যালেস থেকে বাইরে বের হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা বঙ্গেরই নজর ছিল আজ এই ঘটনায়। প্রায় সাড়ে ৯, ঘন্টার জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে কার্যত মিসাইল ছুড়লেন অভিষেক।

এদিন নিজাম প্যালেস থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “আমাকে চার পাঁচবার ডাকা হল। কিন্তু যাকে টাকা নিতে দেখা গেল সে ডাক পায়না। আমি বশ্যতা স্বীকার করিনি তাই এই বারবার ডাক। দিল্লির পোষা কুকুর হয়ে থাকব না, রয়্যাল বেঙ্গল হয়ে মাথা উঁচু করে মরা ভাল। আমি পরশু থেকে আবার বাঁকুড়া দিয়ে শুরু করব৷ আমার জ্বর হয়েছে, আমার হাত কেটে গেছে, শারীরিক অসুস্থতা হয়েছে তাও আমি থামিনি। সুপরিকল্পিত ভাবে, প্ল্যান করে নবজোয়ার বন্ধ করতে চাইছে, আসলে বিজেপি ভয় পাচ্ছে।নবজোয়ার যাত্রার ছবি বিজেপির হজম হচ্ছে না। সেই কারণে এই ৬০ দিনের কর্মসূচিকে কীভাবে আটকানো যায়, তাই আমাকে ডেকে পাঠিয়েছে।”

আরও পড়ুন:  Jhargram : কুড়মিদের কাছে দুঃখ প্রকাশ তৃণমূলের জেলা সভাপতির, বিতর্কিত মন্তব্যের জের

অভিষেক আরও বলেন, “তৃণমূল কংগ্রেস তো পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করেছে। বাকি দলেরা কি সেটা করেছে? কুন্তল ঘোষ চিঠি লিখেছে বলে আমাকে ডাকা হয়েছে৷ সুদীপ্ত সেন তো চিঠি লিখেছে অধীর-শুভেন্দুর নাম লিখেছে। তাদের তো ডাকা হচ্ছে না। তাহলে আমাকে ডাকা হচ্ছে, ওদের কেন নয়? আসলে আমি তৃণমূল কংগ্রেস বলে আমার নিয়ম আলাদা। ওদের নিয়ম আলাদা।”

আরও পড়ুন:  Kurmi Arrest : রাজেশ মাহাতো সহ ৯ জনের ১৪ দিনের পুলিশি হেফাজত, সিবিআই তদন্তের দাবি

তিনি আরও বলেন, “আমি সিবিআইকে দোষ দিই না। সিবিআই নিরপেক্ষ তখনই হবে৷ যখন সুদীপ্তর চিঠির ভিত্তিতে ওদের ডাকা হবে। টাকা নেওয়ার ভিডিও তো মোবাইলে মোবাইলে ঘুরছে। আমি আমার অবস্থা থেকে সরিনি। আমি লড়াই করা লোক। আসলে বিজেপি হল ওয়াশিং মেশিন, ইডি ও সিবিআই হলো ডিটারজেন্ট। তবে একটাই কথা, আমার দোষ থাকলে আমাকে সরাসরি গ্রেফতার করুন ,দরকার পরলে ফাঁসিতে চড়িয়ে দিন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ