Nisith Pramanik : নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টের

Nisith Pramanik : নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টের

কোচবিহারের দিনহাটার বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ খারিজ করে নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মামলা পুনরায় কলকাতা হাইকোর্টে ফেরত পাঠালো সুপ্রিম কোর্ট।

কোচবিহারের দিনহাটার বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে বোমা, গুলি, পাথর সহ হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আনে বিজেপি। সেই মামলায় ২০ মার্চ কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যায় রাজ্য সরকার।

আরও পড়ুন:  Kuntal Ghosh : অভিষেকের নাম বলাতে চাপের অভিযোগ, ইডি-সিবিআই-এর বিরুদ্ধে কলকাতা পুলিশে কুন্তল

এইদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ছিল এই মামলার শুনানি। সওয়াল জবাবের পরে প্রধান বিচারপতি বলেন, ঘটনার প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছিল হাইকোর্ট। তাই পুলিশের সাম্প্রতিক পদক্ষেপ খতিয়ে দেখে রায় পুনর্বিবেচনার জন্য মামলাটি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠালেন তিনি।

আরও পড়ুন:  Scam : নিয়োগ দুর্নীতিতে মধ্যশিক্ষা পর্ষদের নামে নকল ওয়েবসাইট, তোলা হয়েছে টাকা, দাবি সিবিআই সূত্রের

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ