BRAKING NEWS

Sagardighi : সাগরদিঘিতে আগাম বসন্ত উৎসব! তৃণমূলকে হারিয়ে কংগ্রেসের জয় প্রায় নিশ্চিত

Sagardighi : সাগরদিঘিতে আগাম বসন্ত উৎসব! তৃণমূলকে হারিয়ে কংগ্রেসের জয় প্রায় নিশ্চিত, GNE BANGLA

সাগরদিঘিতে আগাম বসন্ত উৎসব! সৌজন্যে উপনির্বাচন! বৃহস্পতিবার উপনির্বাচনের ভোট গণনার একাদশ রাউন্ডের শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থীর থেকে ১৭,৫০০ ভোটের ব্যবধানে এগিয়ে বাম-সমর্থিত কংগ্রেস প্রার্থী। জয় প্রায় নিশ্চিত জেনে বসন্ত উৎসবের আগেই আবির খেলায় মাতলেন কংগ্রেস কর্মী সমর্থকেরা।

সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা মারা যাওয়ায় উপনির্বাচনের ঘোষণা হয় এই কেন্দ্রে। বাম-কংগ্রেস জোটে কংগ্রেস প্রার্থী হন বাইরন বিশ্বাস, তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী দিলীপ সাহা। ত্রিমুখী লড়াইয়ের গণনা চলছে বৃহস্পতিবার। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ৩টি বিধানসভা নির্বাচনে এই আসনে তৃণমূল জিতলেও এইবারের উপনির্বাচনের গণনার শুরু থেকেই মিলেছে পরিবর্তনের ইঙ্গিত। এগিয়ে গেছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী।

TMC : তৃণমূলের টুইটার অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে, ছবি ও নাম বদলে দেওয়া হল

এইদিন পোস্টাল ব্যালট গোনা থেকেই এগোতে থাকেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। প্রথম রাউন্ডের গণনা শেষ হওয়ার পর থেকেই প্রতি রাউন্ডের শেষেই এখনও পর্যন্ত এগিয়ে আছেন তিনি। পিছিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী। সপ্তম রাউন্ডের শেষে ৮,৪৫৩ ভোটে এগিয়ে ছিলেন বাইরন। এখন অষ্টম রাউন্ডের গণনা শেষ হয়েছে। একাদশ রাউন্ড গণনার শেষে ১৭,৫০০ ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী। গণনা এখনও চলছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট তথ্য অনু্যায়ী, পোস্টাল ভোট ব্যতীত আপাতত কংগ্রেসের প্রাপ্ত ভোট ৫৬,২০৩, পোস্টাল ভোট ব্যতীত তৃণমূলের প্রাপ্ত ভোট ৪২,০৪৬।

Keshpur : কঙ্কালকাণ্ড নিয়ে সুশান্ত ঘোষকে আক্রমণ শিউলি সাহার