BRAKING NEWS

Nawsad Siddique : অবশেষে জামিন পেলেন বিধায়ক নওশাদ, ৪০ দিনে জামিন হাইকোর্টে

অবশেষে গ্রেপ্তারির ৪০ দিনে বৃহস্পতিবার জামিন পেলেন আইএসএফ-এর বিধায়ক নওশাদ সিদ্দিকি। একাধিকবার জামিনের আবেদন খারিজ হওয়ার পর এই দিন বাম জোট সমর্থিত বিধায়কের জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট।

ধর্মতলায় গত ২১ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি ছিল। কর্মসূচি চলাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে আইএসএফ কর্মী সমর্থকদের৷ পুলিশের উপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ একাধিক অভিযোগে আইএসএফ বিধায়ক-সহ কুড়ি জনকে গ্রেফতার করেছিল পুলিশ। আদালতে বারংবার খারিজ হয় বিধায়কের জামিনের আবেদন। ইতিমধ্যে জোট বিধায়কের গ্রেপ্তারির প্রতিবাদে কলকাতা সহ জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছিল সিপিআইএম-সহ বাম দলগুলি। গ্রেপ্তারির ৪০ দিনের মাথায় জামিন মঞ্জুর হল নওশাদের৷