BRAKING NEWS

Group D Scam : ১৯১১ গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল বহাল সুপ্রিম কোর্টে, তবে নিয়োগ নয় শূন্যপদে

এসএসসি গ্রুপ ডি নিয়োগ মামলায় ১৯১১ গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই ক‌োর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ বহাল রাখলো সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় এবং সঞ্জয় করলের যৌথ বেঞ্চ। তবে ঐ শূন্যপদে নিয়োগে আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে৷

প্রসঙ্গত উল্লেখ্য, এসএসসি গ্রুপ ডি নিয়োগে ওএমআর শিট কারচুপির কারণে ১৯১১ জন গ্রুপ ডি কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মতো নির্দিষ্ট ক্ষমতা প্রয়োগ করে অভিযুক্তদের সুপারিশ পত্র প্রত্যাহার করে এসএসসি। বরখাস্ত হওয়া কর্মীদের ৫ বছরের উপার্জিত মাইনের অর্থও ফেরতের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় চাকরি হারানো কর্মীরা। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বেতন ফেরতের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিলেও চাকরি যাওয়া নিয়ে কোনো নির্দেশ দেওয়া হয়নি। তারই মধ্যে চাকরি যাওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরি হারানো ১৯১১ জন গ্রুপ ডি কর্মী।

Group D Scam : চাকরি যাওয়া গ্রুপ ডি কর্মীদের ৩ মার্চ সুপ্রিম কোর্টে ভাগ্য নির্ধারণ

মামলায় ১৯১১ গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখলো সুপ্রিম কোর্ট। অন্যদিকে এসএসসি-র তরফে গ্রুপ ডি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে ওয়েটিং লিস্ট থেকে প্রার্থীদের তলব করা হয়েছিল। সেই নিয়োগে আপাতত স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত৷