Scam : এবার নজরে পুরসভায় নিয়োগ, সিবিআই-কে তদন্তের অনুমতি হাইকোর্টের

Scam : এবার নজরে পুরসভায় নিয়োগ, সিবিআই-কে তদন্তের অনুমতি হাইকোর্টের

পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই-কে পৃথক এফআইআর দায়ের করে তদন্তের অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

শুক্রবার নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। শুনানিতে ইডির আইনজীবী জানান, পুরসভার নিয়োগেও অনিয়মের প্রমান পেয়েছেন তদন্তকারীরা৷ প্রায় ১০০ কোটি টাকার বেশি লেনদেনের হয়েছে এমন তথ্য মিলেছে। কিছু তথ্য ও নথি সিবিআই-কে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এরপরে বিচারপতি জানান, সিবিআই প্রয়োজনবোধ করলে পৃথক এফআইআর দায়ের করে তদন্ত শুরু করতে পারে।

আরও পড়ুন:  Abhishek CBI : সিবিআই এর নোটিশ অভিষেককে, করতে চায় জিজ্ঞাসাবাদ

নিজের পর্যবেক্ষণে একাধিক বিষয় তুলে ধরেন বিচারপতি। তিনি প্রশ্ন তোলেন, “নিয়োগ দুর্নীতির তদন্ত বলছে রাজনৈতিক ব্যক্তিদের একাংশের কাছে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। কোথা থেকে আসছে এই টাকা?’’ তাঁর আক্ষেপ, এই জন্যই কি স্বাধীনতা সংগ্রামীরা প্রাণ দিয়েছিলেন? দেশের জনগণ যে দেশের আসল মালিক তাও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন।

আরও পড়ুন:  DA Protest : ১০ দিনের মধ্যে সরকার ও কর্মচারীদের বৈঠকের ঘোষণার নির্দেশ কলকাতা হাইকোর্টের

 

1 thought on “Scam : এবার নজরে পুরসভায় নিয়োগ, সিবিআই-কে তদন্তের অনুমতি হাইকোর্টের”

  1. Do you have a spam issue on this site; I also am a
    blogger, and I was wanting to know your situation; many
    of us have developed some nice methods and we are looking to swap methods with others, why
    not shoot me an email if interested.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ