SSC Scam : গ্রুপ-সির ৩৪৭৮টি উত্তরপত্র ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

SSC Scam : গ্রুপ-সির ৩৪৭৮টি উত্তরপত্র ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

এবার নজরে এসএসসি-র গ্রুপ সি নিয়োগ। আগামী ৯ মার্চের মধ্যে ৩৪৭৮টি ওএমআর শিট স্কুল এসএসসি-কে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তের সময় উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে এসএসসি-র গ্রুপ সি-র পরীক্ষার ৩৪৭৮টি উত্তরপত্র বা ওএমআর শিট উদ্ধার করে সিবিআই। শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানিতে এসএসসির আইনজীবী জানান, অনেক ক্ষেত্রেই উদ্ধার হওয়া উত্তরপত্রে প্রাপ্ত নম্বর ও কমিশনের কাছে থাকা নম্বরে রয়েছে বহু ফারাক। গাজিয়াবাদের সংস্থা নাইসা এই পরীক্ষা খাতার মূল্যায়ন করেছিল। এরপরেই বিচারপতি তদন্তকারী সংস্থাকে সুবিরেশ ভট্টাচার্যদের জেরা করে সত্য উদঘাটনের নির্দেশ দেন। সেই সঙ্গে সিবিআই যে ৩৪৭৮টি ওএমআর শিট উদ্ধার করেছে সেগুলি নিজেদের ওয়েবসাইটে আগামী ৯ ই মার্চের মধ্যে প্রকাশ করতে এসএসসি-কে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ