TET Scam : এবার ইন্টারভিউয়ারদের তলব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

TET Scam : এবার ইন্টারভিউয়ারদের তলব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

টেট মামলায় রোমাঞ্চের পর রোমাঞ্চ। ‘প্রাথমিকের ইন্টারভিউ সঠিক ভাবে নেওয়া হয়নি’, পরীক্ষার্থীদের এমন অভিযোগের ভিত্তিতে এবার খোদ ইন্টারভিউয়ারদের তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি নিজে তাঁদের জেরা করবেন।

প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগের মামলায় পরীক্ষার্থীদের তরফে অভিযোগ উঠেছে, সঠিক নিয়ম মেনে ইন্টারভিউ নেওয়া হয়নি। তারই প্রেক্ষিতে মঙ্গলবার ৪টি জেলার ৪০ জন ইন্টারভিউয়ারকে আপাতত তলব করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, রূদ্ধদ্বার ভাবে এবং সমস্ত গোপনীয়তা বজায় রেখে ইন্টারভিউয়ারদের প্রশ্ন করবেন স্বয়ং বিচারপতি। সাক্ষ্যদানকারী ইন্টারভিউয়াররা এবং আইনজীবীরা ছাড়া বাইরের কেউ সেখানে উপস্থিত থাকতে পারবেন না৷ এজলাসের বাইরে কোর্ট ভবনের কোনো স্থানে এই এজলাস বসবে বলে কোর্ট সূত্রে খবর৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ