BRAKING NEWS

SSC : সব নিয়োগ খারিজের হুঁশিয়ারি, এসএসসি চেয়ারম্যানকে তলব হাইকোর্টের

ফের বেকায়দায় স্কুল সার্ভিস কমিশন। ২০১১ সালের শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক মামলায় এসএসসিকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের। প্রয়োজনে সমস্ত নিয়োগ খারিজের হুঁশিয়ারি দিয়ে এসএসসি চেয়ারম্যানকে আদালতে তলব করলেন বিচারপতি রাজাশেখর মান্থা।

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য ২০১১ সালের পরীক্ষায় সিলেবাসের বাইরে প্রশ্ন এসেছিল বলে অভিযোগ ওঠে। ৮৩ জন চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে গত বছর জুন মাসে মামলাকারীদের উক্ত প্রশ্নে নম্বর দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু এসএসসি সেই নির্দেশ মান্য করেনি বলে অভিযোগ।

SSC Scam : মুখ্যমন্ত্রীর ‘চাকরি খাবেন না’ মন্তব্যের জের, আদালত অবমাননার মামলায় অনুমতি হাইকোর্টের

শুক্রবার সেই মামলার শুনানিতে এসএসসি-কে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি রাজাশেখর মান্থা। কড়া ভাষায় তিনি প্রশ্ন করেন, এসএসসি কোর্টের সঙ্গে খেলা করছে নাকি। তাঁর প্রশ্ন, নিজেরা ভুল করার পরেও কমিশন কেন কোর্টের নির্দেশ কার্যকর করেনি? তাঁর ভর্ৎসনা, “একটা প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে এরা খেলা করেছে।” তিনি বলেন, “আপনাদের সব নিয়োগে সন্দেহ রয়েছে। প্রয়োজনে সব নিয়োগ খারিজ করে দেব।” আদালতের নির্দেশ এখনও কেন কার্যকর হয়নি তা সশরীরে আদালতে উপস্থিত হয়ে জানানোর জন্য এসএসসি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা।

SSC Group C : চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গ্রুপ সি কর্মীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *