Scam : ‘কালীঘাটের কাকু’ গ্রেপ্তার! এরপর তবে কার পালা?

Scam : 'কালীঘাটের কাকু' গ্রেপ্তার! এরপর তবে কার পালা?

রাজ্যনিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি-র হাতে অবশেষে গ্রেপ্তার হলেন ‘কালীঘাটের কাকু’ হিসাবে বিখ্যাত সুজয় কৃষ্ণ ভদ্র। মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে দীর্ঘ ১১ ঘণ্টার জেরার পর গ্রেপ্তার করা হয় তাঁকে।

সিবিআই-এর হাতে গ্রেফতার হন বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সংগঠনের নেতা তাপস মণ্ডল। তিনিই প্রথম উল্লেখ করেন ‘কালীঘাটের কাকু’র বিষয়ে। শিক্ষা নিয়োগ দুর্নীতির তদন্তের অন্যতম চরিত্র গোপাল দলপতিও ‘কালীঘাটের কাকু’র উল্লেখ করেছিলেন। কালীঘাটের কাকু নামে বিখ্যাত সুজয় ভদ্রকে এর আগে সিবিআই দুই বার তলব করেছিল। সিবিআই দফতরে হাজিরাও দেন তিনি৷ করেছিলেন তথ্য পেশও।

ইতিমধ্যে ইডি সুজয়ের বেহালার ফকিরপাড়া রোডের ফ্ল্যাট, বাড়ি, অফিস সহ একাধিক জায়গায় দিন দশেক আগে তল্লাশি চালায়। তার আগে তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে সিবিআই। মঙ্গলবার তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি। সকল ১১ টা নাগাদ তিনি হাজিরা দেন। প্রায় ১১ ঘন্টার জেরা শেষে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ