BRAKING NEWS

Jnaneswari Express Accident : জামিনে মুক্ত জ্ঞানেশ্বরী কান্ডে অভিযুক্ত ১১ জন, সিবিআই-কে তিরস্কার আদালতের

জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনায় অভিযুক্ত ১১ জন সন্দেহভাজন মাওবাদীকে শর্ত সাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে দুর্ঘটনার ১৩ বছর অতিবাহিত হওয়ার পরেও তদন্ত শেষ না হওয়া এবং অভিযুক্তরা দোষী সাব্যস্ত না হওয়া সত্ত্বেও ১০ বছর জেলবন্দি থাকা নিয়ে তদন্তকারী সংস্থা সিবিআই-কে তিরস্কার করলো আদালত।

প্রসঙ্গত উল্লেখ্য, ঝাড়গ্রামের কাছে ২০১০ সালে লাইনচ্যুত হয় জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। মৃত্যু হয় অন্তত ১৪৮ জনের, জখম হন ১৮০ জন। প্রাথমিক তদন্তে অভিযোগ ওঠে, ঘটনাটি দুর্ঘটনা নয়। রেললাইনে ফিসপ্লেট আগে থেকে আলগা করে দুর্ঘটনা ঘটানো হয়েছিল। তদন্তে নামে সিবিআই। ১১ জন সন্দেহভাজন মাওবাদীকে ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয়।

TET Scam : মানিক ভট্টাচার্যের সম্পত্তি বাজেয়াপ্ত, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

কিন্তু ঘটনার ১৩ বছর অতিক্রান্ত হওয়ার পরেও তদন্ত শেষ না হওয়ায় আদালতের প্রশ্নের মুখে পড়ে সিবিআই। ১০ বছরেরও বেশি সময় ধরে সন্দেহভাজনদের জেলবন্দি থাকা নিয়ে প্রশ্ন তোলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। সন্দেহভাজন ১১ জনকে শর্ত সাপেক্ষে জামিন দিয়ে আদালতের মন্তব্য, ‘অভিযুক্তদেরও মৌলিক অধিকার রয়েছে। বিনা বিচারে এ ভাবে তাঁদেরও আটকে রাখা যায় না।’

Teacher Scam : ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে চাকরি, শিক্ষককে জেলে ভরার নির্দেশ বিচারপতির