BRAKING NEWS

Howrah Clash : রামনবমীর অশান্তির ঘটনায় রিপোর্ট তলব হাইকোর্টের, জমা পড়বে সিসিটিভি ও ভিডিও ফুটেজ

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়ার শিবপুর, উত্তর দিনাজপুরের ডালখোলায় অশান্তির ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আগামী ৫ এপ্রিল রাজ্য প্রশাসনকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৩০ মার্চ রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুরের ফজির বাজারের পিএম বস্তি এলাকা। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে৷ অভিযোগ, অনেক বহিরাগত সংঘর্ষে জড়িত ছিল। ঘটনায় এলাকায় দোকানপাট, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটে। রাজভবনের তরফে কড়া বিবৃতি জারি করা হয়। গঠিত হয় বিশেষ নজরদারি সেল। ঘটনার প্রেক্ষিতে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি ছিল।

মামলাকারীর তরফে অভিযোগ, অশান্তির সময় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। পুলিশি অনুমতি নিয়েই ৩০ মার্চ ঐ মিছিলের সময় পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুষ্কৃতিরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বলেও অভিযোগ। ঘটনায় এনআইএ তদন্তের দাবিও জানানো হয়েছে। নিরীহ মানুষজন সমস্যায় পড়ছেন কিনা তা দেখা পুলিশের কর্তব্য, এমনই পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। এলাকায় স্থিতাবস্থা বজায় রাখাও রাজ্যের দায়িত্ব। আগামী ৫ এপ্রিলের মধ্যে ঘটনার রিপোর্ট, সিসিটিভি ফুটেজ এবং ভিডিও আদালতে পেশের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply