SSC: গ্রুপ ডি নিয়োগে ১০০টি ওএমআর শিট প্রকাশ ও ইডিকে তদন্তে যুক্ত করার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

SSC: গ্রুপ ডি নিয়োগে ১০০টি ওএমআর শিট প্রকাশ ও ইডিকে তদন্তে যুক্ত করার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এসএসসি গ্রুপ ডি নিয়োগে চলছে সিবিআই তদন্ত৷ ওএমআর শিটে বিকৃতি ঘটিয়ে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে এই অভিযোগের প্রেক্ষিতে তদন্তে ইডিকে যুক্ত করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে বৃহস্পতিবারের মধ্যে ১০০টি ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিয়েছেন তিনি।

এই মামলায় ২,৮২৩ জনের ওএমআর শিট বিকৃত করার অভিযোগ উঠেছে মামলাকারীর তরফে৷ অভিযোগ সংক্রান্ত বিষয় খতিয়ে দেখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দশ দিনের মধ্যে মামলাকারীর আইনজীবীকে তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবারের মধ্যে এসএসসি-কে ১০০টি ওএমআর শিট নিজেদের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে৷ সেই সঙ্গে চাকরির দেওয়ার ক্ষেত্রে আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখার জন্য ইডি-কে তদন্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ