BRAKING NEWS

Kaustav Bagchi : কৌস্তুভ মামলায় ধাক্কা মমতার পুলিশের, এফআইআরে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

কংগ্রেস নেতা কৌস্তভ বাগচির বিরুদ্ধে এফআইআর-এ স্থগিতাদেশ জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। সেই সঙ্গে পুলিশ কমিশনারের কাছে কৌস্তভের গ্রেপ্তারি নিয়ে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৪ ঠা মার্চ ভোর-রাত ৩ টে নাগাদ কৌস্তভের বাড়িতে বটতলা থানার পুলিশ যায় ও তল্লাশি চালায়। এরপর রাজ্য অশান্তি ছড়ানো ও হুমকি দেওয়ার অভিযোগে সকালে গ্রেপ্তার করা হয় কংগ্রেসের আইনজীবী নেতাকে। যদিও ব্যাঙ্কশাল আদালতে জামিন পান তিনি। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাশে সেই মামলার শুনানি ছিল।

SSC Group C : সুপারিশ ছাড়াই ৫৭ জনের চাকরির অভিযোগ, দু'ঘন্টার মধ্যে তালিকা প্রকাশের আদেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

বিচারপতি নির্দেশ দিয়েছেন, আপাতত ৪ সপ্তাহ মামলা স্থগিত এবং এই সময়ে পুলিশ কৌস্তভের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না। কংগ্রেসের আইনজীবী নেতাকে গ্রেপ্তারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে কলকাতার পুলিশ কমিশনারকে গ্রেপ্তারি নিয়ে আদালতে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

SSC Scam : মুখ্যমন্ত্রীর ‘চাকরি খাবেন না’ মন্তব্যের জের, আদালত অবমাননার মামলায় অনুমতি হাইকোর্টের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *