কংগ্রেস নেতা কৌস্তভ বাগচির বিরুদ্ধে এফআইআর-এ স্থগিতাদেশ জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। সেই সঙ্গে পুলিশ কমিশনারের কাছে কৌস্তভের গ্রেপ্তারি নিয়ে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৪ ঠা মার্চ ভোর-রাত ৩ টে নাগাদ কৌস্তভের বাড়িতে বটতলা থানার পুলিশ যায় ও তল্লাশি চালায়। এরপর রাজ্য অশান্তি ছড়ানো ও হুমকি দেওয়ার অভিযোগে সকালে গ্রেপ্তার করা হয় কংগ্রেসের আইনজীবী নেতাকে। যদিও ব্যাঙ্কশাল আদালতে জামিন পান তিনি। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাশে সেই মামলার শুনানি ছিল।
- Advertisement -
বিচারপতি নির্দেশ দিয়েছেন, আপাতত ৪ সপ্তাহ মামলা স্থগিত এবং এই সময়ে পুলিশ কৌস্তভের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না। কংগ্রেসের আইনজীবী নেতাকে গ্রেপ্তারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে কলকাতার পুলিশ কমিশনারকে গ্রেপ্তারি নিয়ে আদালতে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
- Advertisement -