BRAKING NEWS

Kolkata Police Bribe : ঘুষকাণ্ডে গ্রেপ্তার পুলিশ আধিকারিক, বারের লাইসেন্স দিতে ঘুষ নেওয়ার অভিযোগ

পানশালার লাইসেন্স দিতে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক। ঘটনাকে কেন্দ্র তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্যের প্রশাসনিক মহলে।

বরাহনগর থানায় এক ব্যবসায়ী অভিযোগ জানান, পানশালার লাইসেন্স যোগাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কলকাতা পুলিশের অ্যাসিট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক সোমনাথ ভট্টাচার্য তাঁর কাছ থেকে মোটা টাকা ঘুষ নেন। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও তিনি লাইসেন্স করানোর ব্যবস্থাও করেননি, আর টাকাও ফেরত দেননি। প্রাথমিক ভাবে তদন্ত চালায় বরাহনগর থানা। এরপর তদন্তভার নেয় ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ৷ সোমবার কলকাতা পুলিশের ব্যাটেলিয়নে কর্মরত অ্যাসিট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক সোমনাথ ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়।

সাম্প্রতিক সময়ে নিয়োগ দুর্নীতি কাণ্ডে সরগরম রাজ্য। একের পর এক গুরুত্বপূর্ণ মন্ত্রী, নেতা, আধিকারিক জেলে গিয়েছেন। সেই পরিস্থিতিতে ঘুষ-কান্ডে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের গ্রেপ্তারি ফের চাঞ্চল্য বৃদ্ধি করছে।

Leave a Reply