Kuntal Ghosh : “অতিচালাকি বরদাস্ত করা যাবে না”, পুলিশে কুন্তলের অভিযোগ নিয়ে কড়া বিচারপতি গঙ্গোপাধ্যায়

Kuntal Ghosh : "অতিচালাকি বরদাস্ত করা যাবে না", পুলিশে কুন্তলের অভিযোগ নিয়ে কড়া বিচারপতি গঙ্গোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের তদন্তকারীদের বিরুদ্ধে কলকাতা পুলিশে অভিযোগ কে নিয়ে কড়া মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। “অতিচালাকি বরদাস্ত করা যাবে না” বলে জানিয়ে একগুচ্ছ অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছেন তিনি।

“অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে তদন্তকারীরা চাপ দিচ্ছেন”, এমন অভিযোগ এনে প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে হেস্টিংস থানায় অভিযোগপত্র পাঠিয়েছেন কুন্তল ঘোষ। তারই প্রেক্ষিতে “তদন্তকারী আধিকারিকদের হুমকি দেওয়া এবং তদন্তের গতি স্তব্ধ করার জন্য এ সব করা হচ্ছে। ন্যায়বিচারের স্বার্থে এই সব বন্ধ করতে হবে।” বলে কড়া মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন:  Kolkata Police Bribe : ঘুষকাণ্ডে গ্রেপ্তার পুলিশ আধিকারিক, বারের লাইসেন্স দিতে ঘুষ নেওয়ার অভিযোগ

সেই সঙ্গে অন্তর্বর্তীকালীন নির্দেশে তিনি জানিয়েছেন, কুন্তলের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না কলকাতা পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার জেলা বিচারককে বুধবার কুন্তলের অভিযোগপত্র হাইকোর্টে পেশ করতে হবে।প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারের মাধ্যমে হেস্টিংস থানায় জমা পড়া কুন্তল ঘোষের অভিযোগপত্র কলকাতার পুলিশ কমিশনারকে বুধবার বিকাল ৩ টের মধ্যে কলকাতা হাইকোর্টে পেশ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ