BRAKING NEWS

Kunal-Shatarup : শতরূপের নামে ২২ লাখের গাড়ি কেনার অভিযোগ কুণালের, সত্যতা স্বীকার করে হিসাব দিলেন বামনেতা

টুইট করে সিপিআইএম নেতা শতরূপ ঘোষের বিরুদ্ধে ২২ লাখ টাকা মূল্যের গাড়ি কেনার অভিযোগ আনেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। প্রশ্ন তোলেন ২ লাখ টাকা সম্পত্তির মালিক হয়ে কিভাবে অত দামের গাড়ি কিনেছেন বাম নেতা। সাংবাদিক বৈঠকে গাড়ি কেনার বিষয় স্বীকার করে টাকার হিসাব দিলেন শতরূপ।

মঙ্গলবার টুইট করে তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, ২ লাখ টাকার সম্পত্তির মালিক হয়ে কিভাবে ২২ লাখের গাড়ি কিনলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ৷ নিজের দাবির সপক্ষে গাড়ি কেনার রসিদ ও ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় শতরূপের জমা দেওয়া সম্পত্তির হিসাবের হলফনামা টুইটের সঙ্গে প্রকাশ করেন কুণাল। প্রশ্ন তোলেন, সিপিএম এর সর্বক্ষণের কর্মী হয়েও কিভাবে এত দামি গাড়ি কিনলেন তিনি।


দুপুরে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম এর রাজ্য দফতরে সাংবাদিক বৈঠক করে গাড়ি কেনার কথা স্বীকার করে টাকার উৎসের ব্যাখ্যা দিলেন শতরূপ ঘোষ৷ তিনি জানিয়েছেন, গাড়িটি তাঁর নামে কেনা হলেও গাড়ির দাম দিয়েছেন তাঁর বাবা শিবনাথ ঘোষ। সাংবাদিকদের সামনে খরচের রসিদ দেখিয়ে পুঙ্খানুপুঙ্খ হিসাব প্রকাশ করেছেন সিপিএম নেতা। হিসাব দিয়েছেন, কোন ব্যাঙ্ক থেকে কত টাকা খরচ করা হয়েছে এবং নিজের বাবার ফিক্সড ডিপোজিটে সঞ্চিত অর্থেরও। তাঁর আহ্বান, গাড়ির খরচের বিষয়ে কোনো অনিয়ম থাকলে তৃণমূল আইনি পদক্ষেপ নিক।

Leave a Reply