সিপিএম নেতা শতরূপ ঘোষকে মানহানির নোটিশ পাঠাকেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের অভিযোগ, তাঁর পিতার সম্পর্কে কুৎসা করা হয়েছে৷ অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা না চাইলে সিভিল বা ক্রিমিনাল আইনমত ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি কুণালের। মানহানির নোটিশ দেওয়া হয়েছে বিমান বসু, মহম্মদ সেলিমের বিরুদ্ধেও।

বৃহস্পতিবার সমাজমাধ্যমে নিজের বক্তব্য প্রকাশ করে কুণাল ঘোষ জানিয়েছেন, “শতরূপ ঘোষ, বিমান বসু, মহম্মদ সেলিমের বিরুদ্ধে মানহানির আইনি নোটিস দিয়েছি। পাঠিয়েছেন আইনজীবী অয়ন চক্রবর্তী।” শতরূপ নিজের বক্তব্যে কুণালের বাবার গোপন অন্য সন্তান আছে, কুণালের বেনামি ভাই, টেস্ট টিউব বেবি ইত্যাদি কথা বলে বিভিন্ন ভাবে তাঁর বাবাকে অপমান করেছেন বলে অভিযোগ এনেছেন কুণাল।

জনপ্রিয় খবর:  CPIM Scam : সিপিএম-এর 'অবৈধ' চাকরির হদিস পেতে ই-মেল আইডি, অভিনব ঘোষণা কুণাল ঘোষের

নিজের পোস্টে কুণাল আরও লিখেছেন, “বিমানদা, সেলিমদা : বামফ্রন্ট চেয়ারম্যান, আরেকজন রাজ্য সম্পাদক। ওঁদের অনুমোদনে পার্টি অফিসে বসে কুৎসা হয়েছে। ওঁরা অনুমোদন করেছেন, প্রচারে সাহায্য করেছেন। এবং খারাপ কথার ৪৮ ঘন্টা পরেও নিন্দা করেননি। এতে প্রমাণিত, ওঁরা এই কুৎসার সমর্থক ও পৃষ্ঠপোষক।” তাঁর হুঁশিয়ারি, “72 ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে সিভিল বা ক্রিমিনাল আইনমত ব্যবস্থা নেব।”

জনপ্রিয় খবর:  Kunal-Shatarup : শতরূপের নামে ২২ লাখের গাড়ি কেনার অভিযোগ কুণালের, সত্যতা স্বীকার করে হিসাব দিলেন বামনেতা