BRAKING NEWS

Kunal Ghosh : বিচারপতি গঙ্গোপাধ্যায়কে চেয়ার ছেড়ে রাজনীতিতে আসার আহ্বান কুণাল ঘোষের

সাংবাদিক বৈঠক করে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিচারকের চেয়ার ছেড়ে সরাসরি রাজনীতিতে আসার আহ্বান জানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

বৃহস্পতিবার কুন্তল ঘোষের ইডি ও সিবিআই এর বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে পাঠানো চিঠি সংক্রান্ত মামলায় প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ও সিবিআই প্রশ্ন করতে পারবে বলে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরেই নাম না করে কুণাল ঘোষ টুইট করেন, “সরাসরি রাজনীতিতে আসুন।” রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যেই কুণালের এই টুইট।

কিন্তু এখানেই থামেননি কুণাল ঘোষ। এইদিন বিকেলেই সাংবাদিক বৈঠক করে সরাসরি তোপ দাগেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ তোলেন তিনি। কুণালের অভিযোগ, নায়ক হওয়ার জন্য এক্তিয়ার-বহির্ভূত কাজ করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে কুণালের আহ্বান, “চেয়ার ছেড়ে সরাসরি রাজনীতিতে আসুন।” বিরোধী দলগুলির মদতে বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চরিত্রহনন করছেন বলেও অভিযোগ আনেন কুণাল।

Leave a Reply