নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃণমূলের সদ্য বহিষ্কৃত কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষকে তলব করলো ইডি। বুধবার ইডির ডাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজির হয়েছেন তিনি।

জানা গিয়েছে, নিয়োগ কাণ্ডে গ্রেপ্তার হওয়া কুন্তলের বহু সম্পত্তি সংক্রান্ত নথিতে তাঁর স্ত্রী জয়শ্রী ঘোষের উল্লেখ রয়েছে। কুন্তলের বিনোদনমূলক ইউটিউব চ্যানেলের সঙ্গেও জয়শ্রীর যোগ আছে বলে ইডি সূত্রে খবর। বিভিন্ন ব্যাঙ্কের মাধ্যমে টাকা লেনদেন, সম্পত্তি সংক্রান্ত নথি যাচাইয়ের জন্য তাঁকে তলব করা হয়েছে বলে খবর। বুধবার তিনি হাজির হয়েছেন ইডি দফতরে৷ ২১ জানুয়ারি নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন হুগলি জেলা তৃণমূলের তৎকালীন যুবনেতা কুন্তল। নিয়োগ দুর্নীতি কাণ্ডে এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

জনপ্রিয় খবর:  বিচারপতি গঙ্গোপাধ্যায়কে টক্কর দিতে এবার কি এজলাসে আইনজীবী মমতা, শুরু জল্পনা