Kurmi Protest : কলকাতায় সিআরআই দপ্তর ঘেরাও কুড়মিদের, দাবি আদায়ে শুরু অনির্দিষ্টকালের অবস্থান

Kurmi Protest : কলকাতায় সিআরআই দপ্তর ঘেরাও কুড়মিদের, দাবি আদায়ে শুরু অনির্দিষ্টকালের অবস্থান

একাধিক দাবি নিয়ে জঙ্গলমহল থেকে কলকাতার সিআরআই দপ্তরের উদ্দেশ্যে সাইকেল র‍্যালি শুরু করেছিল কুড়মি সমাজের সদস্য। এবার সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সিআরআই দপ্তর ঘেরাও অবস্থান শুরু হল সমাজের।

Kurmi Protest : কলকাতায় সিআরআই দপ্তর ঘেরাও কুড়মিদের, দাবি আদায়ে শুরু অনির্দিষ্টকালের অবস্থান
কুড়মি সমাজের অবস্থান

কুড়মিদের তফশিল উপজাতির তালিকাভুক্ত করা, কোড সহ সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালী ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার দাবিতে আন্দোলনে নেমেছে কুড়মি সমাজের একাধিক সংগঠন। গত ১ লা এপ্রিল থেকে পশ্চিমবঙ্গ কুড়মি সমাজ ও আরও কয়েকটি কুড়মি সংগঠনের ডাকে শুরু হয় ঘাঘর ঘেরা আন্দোলন। ৫ এপ্রিল থেকে শুরু হয়েছিল রেল অবরোধ। ৫ দিন ধরে রেল অবরোধের পর কুড়মি সংগঠনগুলির তরফে তা প্রত্যাহার করা হয়। যদিও ঘাঘর ঘেরা বিভিন্ন কর্মসূচি ও সাইকেল র‍্যালি অব্যাহত ছিল।

আরও পড়ুন:  Kurmi : পশ্চিম মেদিনীপুরে কুড়মিদের সাইকেল র‍্যালি, খেমাশুলিতে উচ্ছ্বাস কুড়মিদের

Kurmi Protest : কলকাতায় সিআরআই দপ্তর ঘেরাও কুড়মিদের, দাবি আদায়ে শুরু অনির্দিষ্টকালের অবস্থান
কলকাতায় সিআরআই দপ্তরে বিক্ষোভ

আরও পড়ুন:  Kurmi : পশ্চিম মেদিনীপুরে কুড়মিদের সাইকেল র‍্যালি, খেমাশুলিতে উচ্ছ্বাস কুড়মিদের

কুড়মি সমাজের তরফে সাইকেল আরোহীরা পুরুলিয়া থেকে করম ডাল নিয়ে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া এই চার জেলা পরিক্রমা করে কলকাতায় সিআরআই দপ্তরে উপস্থিত হয়েছেন। সোমবার থেকে শুরু হয়েছে দপ্তর ঘেরাও ও অবস্থান। কুড়মি সংগঠনগুলির তরফে রাজ্য সরকারের কাছে দাবি, অবিলম্বে কেন্দ্রীয় সরকারের কাছে সংশোধিত সিআরআই তথা কালচারাল রিসার্চ ইনস্টিটিউট রিপোর্ট পাঠাতে হবে৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ