Lalan Sheikh : সিবিআই-এর বিরুদ্ধে রাজ্যের তদন্ত, লালনের মৃত্যু তদন্ত সিটের হাতে

Lalan Sheikh : সিবিআই-এর বিরুদ্ধে রাজ্যের তদন্ত, লালনের মৃত্যু তদন্ত সিটের হাতে

লালন শেখ মৃত্যুকাণ্ডে সিবিআই-এর বিরুদ্ধে তদন্তের দায়িত্ব রাজ্যের হাতেই থাকলো। তবে সিআইডি-র বদলে তদন্ত চালাবে বিশেষ তদন্তকারী দল সিট। তবে সিবিআই আধিকারিকদের রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তদন্তের রূপরেখা।

গত বছরের ডিসেম্বর মাসে সিবিআই হেফাজতে মৃত্যু হয় বগটুই কান্ডের অন্যতম প্রধান অভিযুক্ত লালন শেখের। যা নিয়ে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি৷ সিবিআই-এর ৭ জন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন মৃত লালন শেখের স্ত্রী, রেশমা বিবি। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুন, তোলাবাজির অভিযোগ-সহ একাধিক ধারায় মামলা করা হয় সিবিআইয়ের ডিআইজি এবং এএসপি-সহ মোট ৭ জনের নামে। রাজ্যের তরফে তদন্তভার দেওয়া হয় সিআইডি-কে। সেই এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই।

আরও পড়ুন:  Forest Assistant : ২ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ চ্যালেঞ্জ ডিভিশন বেঞ্চে

সোমবার কলকাতা হাইকোর্ট লালন মামলায় সিবিআইয়ের ৭ জন আধিকারিককে রক্ষাকবচ দিয়েছে। সেই সঙ্গে বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যে কর্মরত আইপিএস অফিসার প্রণব কুমারের নেতৃত্বে সিট গঠন করে তদন্তের আদেশ দিয়েছেন। এছাড়াও তদন্তের রূপরেখা তৈরি করে আদালত জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে সিট গঠন করতে হবে, হাইকোর্টের অনুমোদন ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করা যাবে না, সিটকে রাজ্যকে কোনো রিপোর্ট দিতে হবে না, কেবল নিম্ন আদালতে রিপোর্ট দেবে সিট, আদালতের নজরদারিতে তদন্ত চলবে।

আরও পড়ুন:  Kurmi Arrest : রাজেশ মাহাতো সহ ৯ জনের ১৪ দিনের পুলিশি হেফাজত, সিবিআই তদন্তের দাবি

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ