BRAKING NEWS

LPG Price Hike: হোলির আগে রান্না ঘরে আগুন

LPG Price Hike: হোলির আগে রান্না ঘরে আগুন, GNE BANGLA

মার্চের প্রথম দিনেই মূল্যস্ফীতির বড় ধাক্কা লেগেছে। ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৫০ টাকা। আজ ১ মার্চ থেকে কলকাতায় গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৫০ টাকা বেড়ে দাঁড়াল ১১২৯ টাকা। এর আগে শেষ বার তার দাম বেড়েছিল গত বছরের ৬ জুলাই।

অন্যদিকে, কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩৫২ টাকা বেড়ে হল ২২২১.৫০ টাকা। বর্ধিত দাম আজ থেকে কার্যকর হয়েছে।

Todays Prices : আজ 23/2/2023 আজকের পেট্রোল-ডিজেল, সোনা-রূপো ও গ্যাসের দাম দেখে নিন