BRAKING NEWS

Elephant Attack : হাতির আক্রমণে মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু, পরীক্ষা দিতে যাওয়ার পথে আক্রান্ত

মাধ্যমিক পরীক্ষার প্রথম দিতেই দুর্ঘটনা। পরীক্ষা দিতে বেরিয়ে হাতির আক্রমণে মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জের মহারাজ ঘাট এলাকায়।

বৃহস্পতিবার মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষা দিতেই বাবার সঙ্গে রওনা হয় অর্জুন দাস। জানা গিয়েছে, একটি দলছুট বুনো হাতি জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকিমারি এলাকায় হামলা চালায় তাদের উপর৷ বাবা রক্ষা পেলেও গুরুতর জখম হয় অর্জুন। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ঐ পরীক্ষার্থীর। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে বন দফতর ও পুলিশের আধিকারিকরা হাসপাতালে পৌঁছেছেন।

Elephant Bankura : হাতির ভ্রুকুটি মাধ্যমিকে, পরীক্ষার্থীদের জন্য গাড়ি ও ঐরাবত বাহন বন দফতরের