BRAKING NEWS

Madrasah Service Commission : মাদ্রাসার ১৭২৯টি পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি মাদ্রাসা কমিশনের

রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত ও টালমাটাল পরিস্থিতির মাঝে রাজ্যের ৬১৪টি মাদ্রাসায় ১৭২৯টি শিক্ষকপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করলো মাদ্রাসা সার্ভিস কমিশন। এর আগে এর আগে ২০১৩ সালে মাদ্রাসায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে ২০১৮ সালে নিয়োগ সম্পূর্ণ হয়। প্রায় ১০ বছর পর ফের জারি হল নিয়োগের বিজ্ঞপ্তি।

মাদ্রাসা সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ মে থেকে ১২ জুন পর্যন্ত অনলাইনে www.wbmsc.com পোর্টালে আবেদন করতে পারবেন প্রার্থীরা। এতদিন মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় যে কোনও ধর্মের প্রার্থীরা অংশ নিতে পারতেন। এবার থেকে তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত প্রার্থীদের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে।

আবেদনের পর মাদ্রাসা কমিশনের তরফে পরীক্ষা ও পারসোনালিটি টেস্টের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা বাছাই হবে। ৯০ নম্বরের মূল লিখিত পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে। পারসোনালিটি টেস্ট ও ইন্টারভিউয়ের জন্য ১০ নম্বর নির্ধারিত।

 

Leave a Reply