রাজ্যে ফের বাজি বিস্ফোরণ। এবার ঘটনাস্থল মালদহের নেতাজি পুরবাজার এলাকায় বাজির গুদাম। ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ২। এলাকায় আগুন নেভাতে সক্রিয় দমকলের ৮ টি ইঞ্জিন।

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ বিস্ফোরণ হয় মালদহের ইংরেজবাজার পুরসভার নেতাজি পুরবাজার এলাকায় একটি বাজির গুদামে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। গুদামের সামনে গাড়ি থেকে কার্বাইড নামানোর সময় অসাবধানতার কারণে পড়ে গিয়ে বিস্ফোরণ ঘটে। আশেপাশে একাধিক বাজির দোকান থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।

অগ্নিদগ্ধ হয়ে কর্মরত ২ জন বাজি শ্রমিকের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ২ জন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মৃতেরা হলেন মঙ্গল ঋষি (৪৫) এবং গণেশ কর্মকার (৪০)। দিনাজপুর থেকে এসেছে অতিরিক্ত দমকলের ইঞ্জিন। আপাতত ঘটনাস্থলে ৮টি ইঞ্জিন রয়েছে। কিন্তু ৭ ঘন্টা পার হলেও এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এলাকায় বহু দোকান থাকায় আশঙ্কায় রয়েছেন দোকানদাররা।