BRAKING NEWS

Mamata Banerjee : ৪১ লক্ষ নতুন চাকরি হবে রাজ্যে, বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

বুধবার নবান্নের সভাঘরে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের বৈঠকে শিল্পপতি ও মন্ত্রীদের উপস্থিতিতে বড়সড় কর্মসংস্থানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে রাজ্যের অগ্রগতির বিষয়ে জানিয়ে আগামী সময়ে ৪১ লক্ষ মানুষের কর্মসংস্থানের কথা জানান তিনি।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে রাজ্যের অগ্রগতির বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এমএসএমই সেক্টরে ১ লক্ষ ১৪ হাজার লাখ কোটি টাকা বরাদ্দ হয়েছে।” কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান উল্লেখ করে তিনি জানান, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ১ কোটি মানুষের চাকরি হয়েছে। এমএসএমই সেক্টরে ৪১ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে বলে জানান তিনি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কলকাতায় নিজেদের নতুন দফতর করছে বলে জানিয়ে ৩০ হাজার মানুষের কাজ হবে বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২১-২৩ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে রাজ্যে ৪-৫টি রোড শো করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

"মুখ্যমন্ত্রীর ছবির নিচে সততার প্রতীক লেখা যাচ্ছে না', বিস্ফোরক স্বীকারোক্তি উদয়ন গুহ-র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *