BRAKING NEWS

Sagardighi By Election : “অনৈতিক জোট হয়েছে, বিজেপির ভোট কংগ্রেসে গিয়েছে”, হারের পর আক্রমণ মমতার

উপনির্বাচনে সাগরদিঘি বিধানসভায় হারের পর সাংবাদিক বৈঠকে এক যোগে কংগ্রেস, সিপিএম ও বিজেপিকে আক্রমণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনৈতিক জোট হয়েছে বলে কটাক্ষ করে তৃণমূল নেত্রীর অভিযোগ, “বিজেপির ভোট কংগ্রেসে গিয়েছে!”

মমতা বন্দ্যোপাধ্যায় সাগরদিঘির হার নিয়ে বলেন, “সাগরদিঘিতে আমরা হেরেছি। কাউকে দোষারোপ করতে চাই না।” এর পরেই তাঁর আক্রমণ, “একটি অনৈতিক জোট হয়েছে। এটাকে তীব্র ভাষায় নিন্দা করছি। বিজেপির ভোট এবার কংগ্রেসে গিয়েছে। সিপিএম-কংগ্রেস এক হয়ে গেছে। এখন বিজেপির ভোটও পাচ্ছে!” তাঁর কটাক্ষ, “মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য বিজেপির সাহায্য নিয়েছে। প্রত্যেকে ধর্মীয় মেরুকরণ করেছে। বিজেপি সবসময় এটা করে। সিপিএম কংগ্রেস এখন এটা করছে। কিন্তু এটা একটা শিক্ষা হল আমাদের। আমরা কংগ্রেস এবং সিপিএম-র থেকে কথা শুনব না। কারণ যারা বিজেপির সঙ্গে থাকে, আমরা তাঁদের সঙ্গে থাকতে পারি না।”

Sagardighi By Election : তৃণমূলের পরাজয়! বিধানসভায় যাচ্ছেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস

তিনি আরও বলেন, “২০২১ বিধানসভা নির্বাচনেও ওরা জোট করেছিল। তখন ওরা ভোট বিজেপিকে দিয়েছিল। এবার ওদের বিজেপি ভোট দিয়েছে। দেওয়া-নেওয়া সম্পর্ক।” মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, “তৃণমূলকে ওড়ানোর স্বপ্ন দেখতে হলে চোখে সর্ষে ফুল দেখতে হবে। ওদের রাজনৈতিক নাট্য খতম করব। এটা আমার চ্যালেঞ্জ।”

Civic Volunteers : সিভিক ভলান্টিয়ার থেকে সোজা কনস্টেবল! নয়া প্রস্তাব মুখ্যমন্ত্রীর