বুধবারের সাংবাদিক বৈঠকে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে শুভেন্দুর অভিযোগের জবাব দিয়ে চ্যালেঞ্জ ছুঁড়লেন, অভিযোগ প্রমাণ হলে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবেন।

তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তকমা হারিয়েছে সম্প্রতি। মঙ্গলবার সিঙ্গুরের সভা থেকে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, “সর্বভারতীয় তকমা হারানোর পরে অমিত শাহকে চার বার ফোন করেছেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোট পর্যন্ত যাতে এই তকমা বজায় থাকে, তা নিয়ে চার বার ফোন করে অনুরোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অমিত শাহজি স্পষ্ট জানিয়ে দেন, তা সম্ভব নয়। নির্বাচন কমিশন নিয়ম মেনেই করেছে।’’

জনপ্রিয় খবর:  Jiban Krishna Saha : বিধায়ক জীবনকৃষ্ণের নামে কোটি টাকার সম্পত্তি, দাবি সিবিআই সূত্রের

বুধবার সাংবাদিক বৈঠকে তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সম্পূর্ণ মিথ্যা। পরিকল্পনামাফিক ভুল বার্তা দেওয়া হচ্ছে। তৃণমূলকে ছোট করে দেখানোর চেষ্টা করা হচ্ছে।” নাম না নিয়ে শুভেন্দুকে ‘ভুঁইফোড়’ কটাক্ষ করে মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ, “যদি এই অভিযোগ প্রমাণ করতে পারে, তা হলে আমি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেব।”

 

জনপ্রিয় খবর:  Dilip Ghosh : "কামানোর সুযোগ না থাকলে ভেগে যাবে", তৃণমূলের বিধায়ক-সাংসদদের কটাক্ষ দিলীপের