Medical Diploma : এবার কি ডিপ্লোমা করেই ডাক্তার! অভিনব প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Medical Diploma : এবার কি ডিপ্লোমা করেই ডাক্তার! অভিনব প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে চিকিৎসকের ঘাটতি মেটাতে ৩ মাসের ডিপ্লোমা কোর্সের মেডিকেল পাঠক্রমের মাধ্যমে চিকিৎসক তৈরির অভিনব প্রস্তাব দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ দিনের ট্রেনিং দিয়ে নার্স নিয়োগেরও প্রস্তাব দিয়েছেন তিনি। এই প্রস্তাব নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য ও রাজনৈতিক মহলে।

বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী প্রস্তাব দেন, “লোকসংখ্যা বাড়ছে, হাসপাতাল বাড়ছে। ডাক্তারদের একটা ডিপ্লোমা কোর্স চালু করতে পারি কি না দেখব।” তিনি আরও বলেন, “ওদের দিয়ে যদি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কাজ করানো যায় দেখতে হবে।” মুখ্যমন্ত্রীর প্রস্তাব, “নার্সদের সংখ্যা কম থাকায় সমস্যা হচ্ছে। নার্সিং কলেজ তৈরি করা হোক আরও। তাদের প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানো যেতে পারে। ১৫ দিনের প্রশিক্ষণই যথেষ্ট।” তিনি বলেন, ‘‘যে সব নার্স সিনিয়র, যাঁদের অবসর নিতে ৫-১০ বছর বাকি রয়েছে, তাঁদের পদোন্নতি দিয়ে যদি সেমি-ডাক্তার করা যায়। ডাক্তার তো করতে পারব না!” মুখ্যমন্ত্রী এই সব প্রস্তাব দেওয়ার পরে বিষয়টি খতিয়ে দেখতে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে একটি কমিটি তৈরি করতে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন:  Summer Vacation : গরমের ছুটি আরও ১০ দিন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ উঠেছে বারবার। বিভিন্ন হাসপাতালে ঘাটতি রয়েছে চিকিৎসক ও নার্সের। কিন্তু তা পূরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব নিয়ে রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষা মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা৷ প্রধান বিরোধীদল বিজেপির তরফেও ধেয়ে এসেছে কটাক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ