BRAKING NEWS

বিচারপতি গঙ্গোপাধ্যায়কে টক্কর দিতে এবার কি এজলাসে আইনজীবী মমতা, শুরু জল্পনা

এবার কি এজলাসে সওয়াল করতে দেখা যেতে পারে আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়কে! মুখ্যমন্ত্রীর বক্তব্যে শুরু হয়েছে জল্পনা। মঙ্গলবার আলিপুর আদালতে স্বাধীনতা সংগ্রামী অরবিন্দ ঘোষের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি ইচ্ছা ব্যক্ত করেন, আদালতে কিছু মামলায় নিজেই সওয়াল করার।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, “আমি কখনও কখনও ভাবি নিজেই কোর্টে গিয়ে প্র্যাকটিস করি। কিন্তু, সময় পেয়ে উঠছি না। তবে ভাবছি কিছু কিছু মামলায় নিজেই সওয়াল করব।” তিনি আরও বলেন, “কারণ তাতে নিজের মনের কথা বলতে পারব। ব্রিফ করা আর নিজের মনের কথা বলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাই সেই কারণে আশা করি আমাকেও সুযোগ দেবেন।”

"মুখ্যমন্ত্রীর ছবির নিচে সততার প্রতীক লেখা যাচ্ছে না', বিস্ফোরক স্বীকারোক্তি উদয়ন গুহ-র

প্রসঙ্গত উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি গিয়েছে অনেকের। মঙ্গলবারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আর্জি জানিয়েছেন, “রোজ কথায় কথায় ৩ হাজার চাকরি বাদ। ৪ হাজার চাকরি বাদ! কেউ যদি নিচুতলায় অন্যায় করেও থাকে, সংশোধনের সুযোগ পাওয়া উচিত।” তিনি বলেন, “যাঁরা অন্যায় করেছে, অ্যাকশন নিন। টেক স্ট্রং অ্যাকশন। আমার কোনও দয়া নেই তাঁদের জন্য। কিন্তু ছেলেমেয়েরা যাতে তার শিকার না হয়, সেটা দেখুন। তাঁদের চাকরিটা আইন অনুযায়ী ফিরিয়ে দিন। দরকার হলে তিনি আবার পরীক্ষা নিন। কোর্ট যদি অন্য কোনও ব্যবস্থা করতে বলে, আমরা সেটাও করে দেব। সিদ্ধান্ত আপনাদের।” মুখ্যমন্ত্রীর আর্জি, “এটা আমার মনের ভাবনা। কথায় কথায় লোকের চাকরি খাবেন না।” সেই পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল করার ইচ্ছাপ্রকাশ নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Partha Arpita : পিরিতি কাঁঠালের আঁঠা, ভরা এজলাসে চোখে চোখে প্রেমালাপ পার্থ-অর্পিতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *