DA Allowance : ‘আমার মুন্ডু কেটে নিন, এর বেশি ডিএ পাবেন না’- সরকারি কর্মীদের সাফ বার্তা মমতার

DA Allowance : 'আমার মুন্ডু কেটে নিন, এর বেশি ডিএ পাবেন না'- সরকারি কর্মীদের সাফ বার্তা মমতার

বকেয়া DA Allowance -র দাবিতে কার্যত তোলপাড় রাজ্য। শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের অবস্থান ৩৯ দিনে পরল।এর মধ্যেই ডিএ’র দাবিপূরণ নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি সাফ জানান, ‘আমার মুন্ডু কেটে নিন, এর বেশি ডিএ পাবেন না।’

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,’কেন্দ্রের  সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের পে স্কেল আলাদা। ১০৫ শতাংশ ডিএ দিচ্ছি, আর কত চাই, কত হলে সন্তুষ্ট হবেন? আমায় পছন্দ না হলে আমার মুন্ডু কেটে নিন……এর থেকে বেশি আমার থেকে পাবেন না।কিন্তু আমরা সবার কথাই ভাবি। যারা চাকরি করেন, তাদের কথা যেমন ভাবি, তেমনি যারা অবসর নিয়েছেন, তাদের কথাও আমরা ভাবি।’

আরও পড়ুন:  Sagardighi By Election : “অনৈতিক জোট হয়েছে, বিজেপির ভোট কংগ্রেসে গিয়েছে”, হারের পর আক্রমণ মমতার

তিনি আরও জানিয়েছেন,’সিপিএম এর আমলে সব ডিএ পেন্ডিং ছিল। আমরা ৯৯ শতাংশ প্লাস ৬ শতাংশ ডিএ দিচ্ছি। কত হল! ১০৫ শতাংশ ডিএ দিচ্ছি।আমরা তো পেনশন যদি বন্ধ করে দিই তাহলে আমাদের কুড়ি হাজার কোটি টাকা বেঁচে যাবে। তাহলে আমরা ঋণের বোঝা অনেকটা কমাতে পারতাম।বিরোধী দলের কাছে জানতে চাইছি, পেনশন বন্ধ করে দেব?১ লক্ষ ৭৯ হাজার কোটি টাকা খরচ হচ্ছে, টাকা তো আকাশ থেকে পরবে না’ ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ