শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই তাঁর নির্দেশে চাকরি হারানো কর্মীদের চাকরি ফিরে পেতে তৎপরতা শুরু হল। চাকরি ফিরে পেতে তাঁরা স্কুলে স্কুলে যোগাযোগ করেছেন বলে জানা গিয়েছে৷ অনেকে আইনজীবীর চিঠিও দিয়েছেন বলে খবর।

এই বছরের ফেব্রুয়ারি মাসে নবম-দশমের ৬১৮ জন শিক্ষকের সুপারিশপত্র বাতিল করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ মার্চ মাসে চাকরি যায় ৮৪২ জন গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীর। জানা গিয়েছে, তাদের মধ্যে অনেক কর্মী চাকরিতে পুনরায় যোগ দেওয়ার আবেদন নিয়ে যোগাযোগ করেছেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে। অনেকে দিয়েছেন আইনজীবীর চিঠি। এখন কি করা উচিত তা নিয়ে ধন্দে প্রধান শিক্ষকরা।

জনপ্রিয় খবর:  Scam : 'কালীঘাটের কাকু' গ্রেপ্তার! এরপর তবে কার পালা?

প্রধান শিক্ষকদের বক্তব্য, মধ্যশিক্ষা পর্ষদের তরফে নির্দিষ্ট নির্দেশের প্রেক্ষিতে চাকরি বাতিল হয়েছিল প্রার্থীদের। এখন এই পরিপ্রেক্ষিতে কি করা উচিত তা জানতে ডিআই অফিসে যোগাযোগ করছেন তাঁরা।