Mohun Bagan vs KKR : মোহনবাগান বনাম কেকেআর! জার্সি বিতর্কে কড়া বিবৃতি মোহনবাগানের

Mohun Bagan vs KKR : মোহনবাগান বনাম কেকেআর! জার্সি বিতর্কে কড়া বিবৃতি মোহনবাগানের

ময়দানে কেকেআর (KKR) বনাম মোহনবাগান (Mohun Bagan) (Mohun Bagan vs KKR)! শনিবার ইডেনে ছিল কলকাতা বনাম লখনউ ম্যাচ। সেই ম্যাচে সমর্থকদের মোহনবাগানের (Mohun Bagan) জার্সি পরিধান করে ইডেনে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তারই প্রতিবাদে কেকেআর (KKR) কর্তৃপক্ষের বিরুদ্ধে রবিবার কড়া বিবৃতি জারি করেছে মোহনবাগান।

অভিযোগ, শনিবারের ম্যাচ দেখতে মোহনবাগানের একটি ফ্যান ক্লাবেএ সদস্যরা ময়দান থেকে মিছিল করে ইডেনে গিয়েছিলেন। তাঁদের কাছে ম্যাচের টিকিট ছিল। কিন্তু পরিধানে ছিল মোহনবাগানের লোগো সহ জার্সি, টিশার্ট, স্কার্ফ। ঐ সমর্থকদের অভিযোগ, ইডেনে প্রবেশের সময় পুলিশ কিছু না বললেও নাইট রাইডার্স কর্তৃপক্ষ তাঁদের আটকে দেয়। জার্সি না বদলানো পর্যন্ত তাঁদের ইডেনে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রতিবাদে ইডেনের ৯ ও ১৩ নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখান সমর্থকরা।

ঘটনার প্রেক্ষিতে নাইট রাইডার্স কর্তৃপক্ষের বিরুদ্ধে রবিবার কড়া বিবৃতি জারি করেছে মোহনবাগান। মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত প্রেস বিবৃতিতে জানিয়েছেন, “মোহনবাগানের জার্সি পড়ে থাকার জন্য মোহনবাগান সমর্থকদের স্টেডিয়ামে ঢুকতে না দিয়ে সমর্থকদের স্বাধীনতা ক্ষুন্ন করেছে কেকেআর কর্তৃপক্ষ।” তিনি উল্লেখ করেছেন, “১৯৯০ সাল থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফুটবল বিশ্বকাপের খেলা দেখতে সবুজ-মেরুন জার্সি পরে গিয়েছি। কোথাও কোনও দিন বাধা দেওয়া হয়নি।” তিনি আরও জানিয়েছেন, “ভারতের জাতীয় ক্লাবকে অপমান করা ও সমর্থকদের আবেগকে আহত করার জন্য কেকেআর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব জোরালো ধিক্কার জানাচ্ছে।”

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ