DA Strike : ১০ মার্চ ধর্মঘট আটকাতে কড়া নবান্ন, জারি বিজ্ঞপ্তি

DA Strike : ১০ মার্চ ধর্মঘট আটকাতে কড়া নবান্ন, জারি বিজ্ঞপ্তি

আগামী ১০ মার্চ, শুক্রবার ডিএ সহ একাধিক দাবিতে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের ডাকা ধর্মঘট আটকাতে কড়া অবস্থান নিয়েছে নবান্ন। জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, ধর্মঘটের দিন অনুপস্থিত থাকলে সার্ভিস ব্রেক হিসেবে চিহ্নিত করে বেতন কাটা হবে৷

ধর্মঘট আটকাতে অর্থ দফতরে তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি এবং সরকার নিয়ন্ত্রিত সমস্ত প্রতিষ্ঠান, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ১০ মার্চ পূর্ণদিবস খোলা থাকবে। নির্দিষ্ট কারণ ছাড়া ছুটি মঞ্জুর হবে না। ছুটির জন্য শর্ত আরোপ করা হয়েছে। কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন হলে, পরিবারের কেউ মারা গেলে, ৯ মার্চের আগে থেকে গুরুতর অসুস্থতার কারণে অনুপস্থিত থাকলে, ৯ মার্চের আগে আর্ণড লিভ বা মেডিকেল লিভ মঞ্জুর হয়ে থাকলে, সন্তান পালন বা মাতৃত্বকালীন ছুটি নেওয়া থাকলে সরকারী কর্মচারীদের ছুটি মঞ্জুর করা হবে৷

আরও পড়ুন:  Medinipur DA Strike : শহরে বনধ বিরোধী মিছিল রাজ্য সরকারি ফেডারেশনের

প্রসঙ্গত উল্লেখ্য, বকেয়া ডিএ, স্বচ্ছ নিয়োগ সহ একাধিক দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ ও সরকারি বেতনভুক কর্মচারীদের যৌথ মঞ্চ ঐক্যবদ্ধ ভাবে ১০ মার্চ, শুক্রবার ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে। তবে সমস্ত জরুরি পরিষেবা এই ধর্মঘটের আওতার বাইরে থাকবে। ধর্মঘটের বিরোধিতা করেছে তৃণমূল পন্থী বিভিন্ন সংগঠন।

আরও পড়ুন:  DA Strike : ‘১০ মার্চ স্কুল খোলা রাখতে হবে’, বনধের বিরুদ্ধে স্কুলে স্কুলে তৃণমূল শিক্ষক সংগঠনের চিঠি

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ