BRAKING NEWS

Nursing College : রাজ্যে ১১টি নতুন নার্সিং কলেজ, সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভায়

মেডিকেল কলেজ তৈরির সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছে। এবার রাজ্যের ১১টি জায়গা সহ দেশের মোট ১৫৭টি স্থানে নতুন সরকারি নার্সিং কলেজ তৈরির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বারাসাত, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, আরামবাগ, ঝাড়গ্রাম, বীরভূমের রামপুরহাট, কোচবিহার, পুরুলিয়া, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, তমলুক, জলপাইগুড়ি -এই ১১টি জায়গায় মেডিকেল কলেজের পাশাপাশি হবে নার্সিং কলেজও। এমবিবিএস এর পাশাপাশি পড়ানো হবে বিএসসি নার্সিং। প্রতি কলেজে সিট থাকবে ১০০টি করে। প্রতিটি নার্সিং কলেজ গড়ে তুলতে খরচ ধার্য করা হয়েছে ১০ কোটি টাকা করে।

Leave a Reply