রাজ্যে রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া সহ একাধিক এলাকায় অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনস্বার্থ মামলার প্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়।

প্রসঙ্গত উল্লেখ্য, রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া এলাকা। রাজ্যে অশান্তির ঘটনা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনস্বার্থ মামলা করেন। আদালতের কাছে তিনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং এনআইএ তদন্তের দাবি জানান। সেই সময় রাজ্যকে কোর্ট পরামর্শদের কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার। আদালতের পরামর্শ মেনে আশান্তি হওয়া এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এরপর বাকি ছিল তদন্ত নিয়ে রায়দান।

জনপ্রিয় খবর:  IIT Kharagpur : ছাত্র ফাইজান আহমেদের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

গত ১০ এপ্রিল মামলা শুনানিতে এনআইএ আদালতকে জানিয়েছিল, তারা তদন্ত করতে প্রস্তুত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, কারা এই অশান্তির ঘটনায় জড়িত এবং কারা উস্কানি দিয়েছে, তা জানা রাজ্য পুলিশের পক্ষে সম্ভব নয়। তাই অশান্তি সংক্রান্ত বিষয়ে একাধিক প্রশ্ন তুলে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। আগামী দু’সপ্তাহের মধ্যে রাজ্যকে মামলা সংক্রান্ত সমস্ত নথি এনআইএ-কে হস্তান্তর করতে হবে।

জনপ্রিয় খবর:  Scam : এবার নজরে পুরসভায় নিয়োগ, সিবিআই-কে তদন্তের অনুমতি হাইকোর্টের