রাজ্যে রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে হিংসার ঘটনায় তদন্তভার রইলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতেই। কলকাতা হাইকোর্টের দেওয়া এনআইএ, তদন্তের আদেশ বহাল রাখলো সুপ্রিম কোর্ট৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ, রাজ্য সরকারের তরফে পেশ করা স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিয়েছে।

হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া সহ রাজ্যের একাধিক জায়গায় রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়ে পড়ে। রাজ্যে অশান্তির ঘটনা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। আদালতের কাছে তিনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং এনআইএ তদন্তের দাবি জানান। সেই সময় রাজ্যকে আদালত পরামর্শ দেয় কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার। আদালতের পরামর্শ মেনে অশান্তি হওয়া এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এরপর গত ১০ এপ্রিল মামলার শুনানিতে এনআইএ আদালতকে জানিয়েছিল, তারা তদন্ত করতে প্রস্তুত। এরপর ২৭ শে এপ্রিল তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, কারা এই অশান্তির ঘটনায় জড়িত এবং কারা উস্কানি দিয়েছে, তা জানা রাজ্য পুলিশের পক্ষে সম্ভব নয়। অশান্তি সংক্রান্ত বিষয়ে একাধিক প্রশ্ন তুলে এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার৷ রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। মামলায় এনআইএ তদন্তের উপর স্থগিতাদেশের আর্জি আপাতত খারিজ করেছে শীর্ষ আদালত। জুন মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে।