সবকিছু বন্ধ নয়, ‘সার্বিক ভাবে পরিস্থিতি পর্যালোচনা করে সরকার সিদ্ধান্ত নেবে’, বার্তা মমতার

সবকিছু বন্ধ নয়, 'সার্বিক ভাবে পরিস্থিতি পর্যালোচনা করে সরকার সিদ্ধান্ত নেবে', বার্তা মমতার

রাজ্যে বাড়ছে করোনা সংক্রমন। লকডাউন পরিস্থিতি ফের আসবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার গঙ্গসাগর থেকে কলকাতায় ফেরার আগে রাজ্যের পরিস্থিতি নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, “করোনার জন্য অর্থনীতি স্তব্ধ হয়ে গিয়েছিল। আবার নতুন করে সব কিছু বন্ধের পথে গেলে সাধারণ মানুষের উপর চাপ তৈরি হবে। পরিস্থিতি পর্যালোচনা করে তবেই এ ব্যাপারে সিন্ধান্ত নেওয়া হবে।” তিনি আরও জানিয়েছেন, কোভিড প্রায় ছ’মাস-আট মাস ছিল না। ফলে অনেক জায়গায় কোভিড হাসপালগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৭/১১/২০২২

ওমিক্রন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। নিউ ইয়ার পালন সম্পর্কে জানিয়েছেন, “বর্ষবরণের উৎসব আটকাব কী করে! তবে আমরা বর্ষবরণের পরিস্থিতির উপর নজর রাখছি।” গঙ্গাসাগর মানুষের মেলা হওয়ার কারনে তাও নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেই মুখ্যমন্ত্রীর মত। একই সঙ্গে লোকাল ট্রেন এবং স্কুল-কলেজ বন্ধ রাখা নিয়ে রাজ্য সরকার তাৎক্ষণিক কোন সিদ্ধান্ত নেয়নি বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৫/১১/২০২২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ