‘সরকারের পক্ষে সবটা সম্ভব নয়, নাগরিকদের সতর্কতা দরকার’, করোনা নিয়ে বার্তা দিলীপ ঘোষের

রাজ্যের সরকারের প্রতি প্রতিনিয়ত কটাক্ষের সুর শোনা যায়। করোনা জনিত সমস্যা, রাজনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নিয়ে প্রতিনিয়ত আক্রমণ শোনা যায় তাঁর মুখে। কিন্তু নতুন বছরের সকালে একটু ভিন্ন সুর সেই দিলীপ ঘোষের কন্ঠে। করোনা ছড়িয়ে পড়া নিয়ে বার্তা দিলেন, “সরকারের পক্ষে সবটা সম্ভব নয়, নাগরিকদের সতর্কতা দরকার।”

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৯/১১/২০২২

নতুন বছরের সকালে সকলকে শুভেচ্ছা জানান দিলীপ। সঙ্গে প্রার্থনা জানিয়েছেন, করোনা নামক মহামারীর ভয় থেকে সবাই যেন মুক্তি পায়। প্রকৃতি যেন সুস্থ সুন্দর হয়ে ওঠে। এরপরেই করোনা বৃদ্ধি প্রশ্নে মুখ খোলেন তিনি। বলেন, “উৎসবের মরশুমে করোনা বৃদ্ধি পাচ্ছে। দুর্গা পুজোর পরেও তা দেখা গিয়েছিল। ফের বাড়তে পারে। তবে এবার কড়াকড়ির প্রয়োজন, যাতে পরিস্থিতি হাতের বাইরে না চলে যায়।”

আরও পড়ুন:  Dilip Ghosh: “পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক দেখাই করেন না”, গুরুতর অভিযোগ বিজেপি সাংসদের

বর্ষবরণের রাতে মানুষের অনিয়ন্ত্রিত উদযাপন প্রসঙ্গও টেনেছেন তিনি। বলেন, “গতকাল রাতে মানুষ যে ভাবে ঘুরে বেরিয়েছে, মাস্ক পড়েনি, বিধিনিষেধ মানেনি তাতে করোনা বৃদ্ধির সম্ভাবনা থাকছে। তবে পুরোটা সরকারের পক্ষে করা সম্ভব নয়। আমাদের অর্থাৎ সাধারণ মানুষদের সতর্ক হওয়ার প্রয়োজন আছে। না হলে বিপদ হতে পারে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ