BRAKING NEWS

তবে কী NRC হচ্ছেই? NRC নিয়ে সাফ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

ঈদের দিন রেড রোডেও এনআরসির বিরুদ্ধে তার কড়া অবস্থানের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল, সংখ্যালঘু ভোট ধরে রাখতেই ফের সংখ্যালঘুদের এনআরসির ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী।এবার আবার মালদহ এবং মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠকে পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহষ্পতিবার মালদহ এবং মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠকে মমতা জানিয়েছেন, ‘‘আমি বাংলায় এনআরসি হতে দেব না। আবার আমাদের চিঠি পাঠিয়েছে। সেখানে সরাসরি বলা না হলেও, ঘুরিয়ে এনআরসির কথা বলা হয়েছে। কিন্তু আমি এনআরসি যে কোনও রূপে করতে দেব না।আবার সেই কাগজ খোঁজার চেষ্টা হচ্ছে। এই কাগজ, সেই কাগজ খোঁজা হচ্ছে। কোনও কাগজ না থাকলেই আপনাকে বিদেশি বানিয়ে দেবে। ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। যে ভাবে অসমে করা হয়েছে। আমি এই কাজ করতে দেব না।’’

তিনি এরপরেই জানিয়েছেন, ‘‘আপনারা সবাই ভোটার তালিকায় নাম রাখবেন। কারণ, ভোটার তালিকায় নাম না থাকলেও, ওরা কথা বলতে পারে, তাই সবাইকে বলুন। ভোটার তালিকায় নাম রাখতে। আর ঠিক সময় আধার কার্ড আপডেট করতে হবে। ১০ বছর অন্তর সেটা আপডেট করতে হয়, তা করতে হবেই।’’

Leave a Reply