Odisha Train Accident : বাংলার যাত্রীদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা, ঘোষণা ওড়িশা সরকারের

Odisha Train Accident : বাংলার যাত্রীদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা, ঘোষণা ওড়িশা সরকারের

শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনায় পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, হাওড়াগামী বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ও দাড়িয়ে থাকা একটি লৌহ আকরিক বোঝাই মালগাড়ি। দুর্ঘটনার জেরে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে রেল লাইন। বিপর্যস্ত রেল পরিষেবা। বাতিল হয়েছে বহু ট্রেন। ওড়িশায় আটকে পড়েছেন পশ্চিমবঙ্গের বহু বাসিন্দা। তাঁদের বাড়ি পৌঁছে দিতে বিনামূল্যে কলকাতা পর্যন্ত বাস পরিষেবার ঘোষণা করলো ওড়িশা সরকার।

আরও পড়ুন:  Coromandel Express Accident : দুর্ঘটনায় দোষীদের কঠোর শাস্তি হবে, জানালেন প্রধানমন্ত্রী

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের অফিসের তরফে টুইট করে জানানো হয়েছে, “ট্রেন দুর্ঘটনার কারণে রেল পরিষেবা বিপর্যস্ত হওয়ায় বিনামূল্যে বাস পরিষেবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।” টুইটে আরও জানানো হয়েছে, পুরী, ভুবনেশ্বর ও কটক থেকে কলকাতা এই বিনামূল্যে বাস পরিষেবা চলবে। মুখ্যমন্ত্রীর বিপর্যয় মোকাবিলা তহবিলের তরফে এই পরিষেবার সমস্ত খরচ বহন করা হবে এবং রেল পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা চালু থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ