Partha Chatterjee : “মরে গেলে আর বিচার করবেন কী করে”, পার্থর কাতর আর্জি বিচারককে

Partha Chatterjee : "মরে গেলে আর বিচার করবেন কী করে", পার্থর কাতর আর্জি বিচারককে

“মরে গেলে আর বিচার করবেন কী করে?” এজলাসে দাঁড়িয়ে বিশেষ সিবিআই আদালতের বিচারককে কাতর আর্জি জানালেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেলে সঠিক সময়ে তাঁর চিকিৎসা হচ্ছে না বলেও বিচারপতির কাছে অভিযোগ জানিয়েছেন পার্থ।

মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আলিপুরে বিশেষ সিবিআই আদালতে উপস্থিত ছিলেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। শুনানি চলাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের অসুস্থতা সম্পর্কে বিচারককে জানাচ্ছিলেন তাঁর আইনজীবী। সেই সময়েই পার্থ চট্টোপাধ্যায় উঠে দাঁড়িয়ে অভিযোগ জানান, জেল সুপার হাসপাতালকে তাঁর অসুস্থতার বিষয়ে লিখিত ভাবে জানানোর পরেও হাসপাতাল ১০ দিন পর “রিপোর্ট ব্যাক” করছে! তিনি বিচারপতিকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করেন। বিচারক আশ্বাস দেওয়ার পর পার্থ আরও বলেন, “দেখুন স্যর! মরে গেলে আর বিচার করবেন কী করে?”

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ